নিজস্ব প্রতিবেদন: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অভিনেতা অনুপম খের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন মিলন ধর্ষণ, ঐতিহাসিক 'সুপ্রিম' রায় 


এই প্রতিষ্ঠানের শীর্ষ পদে বিজেপি ঘনিষ্ঠ গজেন্দ্র চৌহানের নিযুক্তি নিয়ে একসময় উত্তাল হয়েছিল পুনে ফিল্ম ইনস্টিটিউট। ভারতের শ্রেষ্ঠ চলচ্চিত্র শিক্ষাকেন্দ্র পুনে FTII-এ ছাত্র বিক্ষোভে স্তব্ধ হয়ে গিয়েছিল পঠনপাঠন। অভিনেতা হিসাবে গজেন্দ্র চৌহানের কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন দেশের একাধিক নাম করা ব্যক্তিত্বরাও। ফলে শীর্ষপদে থাকলেও সংস্থা পরিচালনায় কার্যকরী ভূমিকা কখনোই নিতে পারেননি গজেন্দ্র। ফলে একপ্রকার অচলাবস্থা চলছিল পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে। গজেন্দ্রর জায়গায় সংস্কারপন্থী এবং প্রগতিশীল মনোভাবাপন্ন অনুপম খেরকে ইনস্টিটিউটের শীর্ষ পদে বসিয়ে শাসকদল পড়ুয়াদের বার্তা দিতে চাইল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।     


উল্লেখ্য, মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালের ৯ জুন গজেন্দ্র চৌহানকে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শীর্ষে বসানো হয়। দু'বছর ঘুরতে না ঘুরতেই সেই পদ হারালেন গজেন্দ্র চৌহান। তাঁর পরিবর্তে এলেন পদ্মশ্রী এবং পদ্মভূষণ জয়ী অভিনেতা অনুপম খের।