বড় নাশকতার ছক? ভারতীয় আকাশে পাক-ড্রোন!
ভারতীয় সীমান্তরক্ষীরা যখন পাক গোলাগুলির মোকাবিলায় ব্যস্ত থাকবে তখনই জঙ্গিদের ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়া হবে!
নিজস্ব প্রতিবেদন: পুরোপুরি শীত পড়ার আগেই কি কাশ্মীরে বড় মাপের কোনও নাশকতার চক্রান্ত করছে পাকিস্তান? অন্তত গতিপ্রকৃতি তো তেমনই ঠেকছে। কাশ্মীরে আবার সামনেই স্থানীয় স্তরের ভোটও রয়েছে!
শনিবার সন্ধ্যায় জম্মুর সাম্বা সেক্টরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দু'টি ড্রোন উড়তে দেখা গিয়েছে। সাম্প্রতিক কালে অনেকবারই সীমান্তের বিভিন্ন জায়গায় পাকিস্তানের বেপরোয়া আচরণ দেখা গিয়েছে। তা থেকেই ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, পাকিস্তান বোধ হয় ভারতের ওপর কোনও বড় ধরনের হামলা চালানোর ছক কষছে!
শনিবার সকালেও জম্মুর বিভিন্ন এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুঁড়েছে পাক বাহিনী। এই সংঘর্ষে পাকিস্তানের গোলায় নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ানও। কাঠুয়া সেক্টরে জখম হয়েছেন আর এক জওয়ান। তবে পিছিয়ে আসেনি ভারত। উপযুক্ত জবাব তারাও দিয়েছে বলে জানিয়েছে তারা।
শীতে বরফ পড়ে কাশ্মীরে ঢোকার রাস্তা সাধারণত বন্ধ হয়ে যায় বা পথ খুবই দুর্গম হয়ে ওঠে। তার আগেই যত বেশি সম্ভব জঙ্গিকে কাশ্মীরে ঢুকিয়ে দেওয়াটাই পাকিস্তানের প্ল্য়ান কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর তরফে। দিন কয়েক আগে পাকিস্তানের সঙ্গে এনকাউন্টারে ৫ ভারতীয় জওয়ান-সহ ১১ জন মারা গিয়েছেন। অনুমান করা হচ্ছে, পাক থিঙ্কট্যাঙ্কের প্ল্যান হল, ভারতীয় সীমান্তরক্ষীরা যখন পাক গোলাগুলির মোকাবিলায় ব্যস্ত থাকবে তখনই জঙ্গিদের ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়া হবে! ফলে আগাগোড়া সতর্ক হয়ে আছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা।
আরও পড়ুন: দেশে প্রায় ৯১ লাখ করোনা আক্রান্ত, গতকাল মৃত্যু ৫০১ জনের