ওয়েব ডেস্ক: জিহাদি গোষ্ঠীগুলির সঙ্গে পাক সরকারের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য বড় বিপদ। পুনের ডিপার্টমেন্ট অব ডিফেন্স অ্যান্ড স্ট্রটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন সেনা প্রধান বিপিন রাওয়াত। ডোকা লা ইস্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সেনা প্রধান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিপিন রাওয়াত শনিবার ওই অনুষ্ঠানে বলেন, পাকিস্তান জিহাদিদের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ ও কট্টর ইসলামিক আদর্শ ছড়িয়ে দিতে চাইছে। কাশ্মীরে তারা ছায়াযুদ্ধ চালাচ্ছে। উত্তরপূর্ব ভারতেও তারা জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করছে। শুধুমাত্র ভারত নয় চিন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সবকটি দেশের জন্যই এটি আশঙ্কার। কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের ‌যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি ও জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টার জবাব দিচ্ছে ভারত এবং তা জারি থাকবে।


অন্যদিকে, ডোকা লা নিয়ে বলতে গিয়ে সেনা প্রধান বলেন, ভবিষ্যতে ডোকা লা-র মতো সমস্যা আরও হতে পারে। এনিয়ে সতর্ক থাকতে হবে। নিয়ন্ত্রণরেখা নিয়ে দুদেশের মধ্যে বিতর্ক রয়েছে। এধরনের সমস্যা সমাধানের জন্য আলোচনার ব্যবস্থাও রয়েছে।


আরও পড়ুন-ইসরোর ক্ষেপণাস্ত্রের মতো ছিল রামের তীর, মন্তব্য গুজরাতের মুখ্যমন্ত্রীর