ইসরোর ক্ষেপণাস্ত্রের মতো ছিল রামের তীর, মন্তব্য গুজরাতের মুখ্যমন্ত্রীর

Updated By: Aug 27, 2017, 12:57 PM IST
ইসরোর ক্ষেপণাস্ত্রের মতো ছিল রামের তীর, মন্তব্য গুজরাতের মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: রামের তীরকে ইসরোর মিসাইলের সঙ্গে তুলনা করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। রামের আমলে ইঞ্জিনিয়ারিংয়ে ভারত বিশাল উন্নতি করেছিল বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। গুজরাত সরকারের ইনস্টিটিউট অব ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্টের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন রুপানি।

ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর তপন মিশ্রকে সামনে বসিয়ে রেখে রুপানি বলেন, রামের প্রত্যেকটি তীর ছিল ইসরোর ক্ষেপণাস্ত্রের মতো। ইসরো আজ ‌যেটা করছে রাম অনেক আগেই তা করেছিলেন।

রামের আমলে ভারত ইঞ্জিনিয়ারিংয়ে প্রভূত উন্নতি করেছিল বলেও দাবি করেন গুজরাতের মুখ্যমন্ত্রী। রুপানি বলেন পরিকাঠামোর উন্নতির কথা ‌যদি বলতে হয় তা হলে তাও রামের আমলে এক অন্য উচ্চতার গিয়েছিল। সেই আমলেই শ্রীলঙ্কার সঙ্গে ‌যোগা‌যোগের জন্য রাম সেতু তৈরি হয়েছিল। রামের কল্পনা থেকে ওই অস্থায়ী সেতু তৈরি করেছিলেন সেই সময়কার ইঞ্জিনিয়াররা।

.