জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত বরাবরই পাকিস্তান, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এবং সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু। এই সবেরই সরাসরি সম্পর্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে। NCB সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে ৬০ কেজি উচ্চ মানের MD ড্রাগ বাজেয়াপ্ত করেছে। মনে করা হয়েছিল এর দাম ১২০ কোটি টাকা। একই সময়ে, নভি মুম্বইয়ের নাভা শেভা বন্দর থেকে বাজেয়াপ্ত করা মাদক এবং মুম্বই বিমানবন্দরে আপেল কমলালেবুর বাক্সে লুকিয়ে রাখা ৫০ কেজির বেশি কোকেনের মূল্য ৫০০ কোটিরও বেশি বলে জানা গিয়েছে। এই সমস্ত মাদকের পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অভিযুক্তদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে, এনসিবি বিভিন্ন বিস্ময়কর তথ্য পেয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এনসিবি আধিকারিকরা জানিয়েছেন দেড় বছরে, এনসিবি আটটি সফল অপারেশন পরিচালনা কর। এর পরে তারা দেখতে পেয়েছিল যে এই সমস্ত ওষুধ উদ্ধারে একটি প্যাটার্ন পাওয়া গিয়েছে। এর যোগসূত্র দাউদ ইব্রাহিম, ড্রাগ মাফিয়া হাজি সেলিম এবং পাকিস্তানে বসে থাকা আইএসআইএসের সঙ্গে রয়েছে।


এনসিবির জোনাল ডিরেক্টর অমিত ঘাওতে জানিয়েছেন কীভাবে এই পুরো মাদকের চালান ক্রমাগত আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান থেকে আসছে। এটি ভারতের জন্য একটি মারাত্মক সমস্যা হয়ে উঠেছে। এই রুট দিয়ে আসা মাদকের চালান পরিচালিত হয়। এই আধিকারিক জানিয়েছেন যে এই চোরাকারবারীরা শুধু মাদকই নয়, একে ৪৭-এর মতো বিপজ্জনক অস্ত্রও পাচার করে। কিন্তু এই অপরাধীরা এতটাই চালাক যে তারা বিভিন্ন সময়ে তাদের রুট পরিবর্তন করেছে।


আরও পড়ুন: Imran Khan: Imran Khan: 'আন্দোলন চালিয়ে যান, হাসপাতাল থেকে বেরিয়েই যোগ দিচ্ছি' দলীয় কর্মীদের ইমরান...


তিনি বলেন যে তাদের যদি মুম্বইতে সরবরাহ করতে হয় তবে তারা প্রথমে দেশের দক্ষিণ প্রান্তে মাদকের চালান আনলোড করে। তারপর তাদের নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করে। করাচি থেকে আসা এসব মাদক ইরানি নৌকার সহায়তায় ভারতে আসে। এইসব চোরাকারবারিরা নৌকার আশ্রয় নেয় যাতে ধরা পড়লে তারা মাদকের চালানের প্রমাণ নষ্ট করতে তা সমুদ্রে ফেলে দিতে পারে।


এনসিবি জানিয়েছে যে ডি গ্যাংয়ের এই চোরাকারবারীরা ভারতের মাটিকেও প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে। যেখান থেকে মাদক সরবরাহ করা হয় অন্যান্য দেশে। এই তথ্য প্রকাশের পর বিভিন্ন তদন্তকারী সংস্থার কর্মকর্তারা উদ্বিগ্ন যে, দেশে মাদকের কবলে পড়েছে বহু যুবক এবং শিশু। তাঁরা আরও জানিয়েছেন যে এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই সব মাদক বিক্রি থেকে অর্জিত অর্থ অস্ত্র কেনার ক্ষেত্রে ব্যবহার করে সন্ত্রাসীরা। এই কারণে এজেন্সিগুলি একে দেশের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ হিসেবে দেখছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)