ভুল করে সীমান্ত পেরনো পাক কিশোরকে মিষ্টি হাতে বাড়ি ফেরাল ভারতীয় সেনা
গত ২৪ জুন, পাক অধিকৃত কাশ্মীর থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল আব্দুল্লা।
নিজস্ব প্রতিবেদন : সীমান্তের কাঁটাতারের বেরা তার অচেনা। জানা নেই সীমান্ত পার করলে কী হয়। তাই আন্তর্জাতিক আইন ভঙ্গ করেও ১১ বছরের মহম্মদ আব্দুল্লা সম্পূর্ণ নিস্পৃহই ছিল। ভারত-পাকিস্তান থেকে সীমান্ত পার করে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ঢুকে পড়েছিল সে। বৃহস্পতিবার তাকে পাক সরকারের হাতে তুলে দিল ভারতীয় সেনাবাহিনী। সেই সঙ্গে তাকে দেওয়া হল নতুন পোশাক ও মিষ্টি।
গত ২৪ জুন, পাক অধিকৃত কাশ্মীর থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল আব্দুল্লা। তাকে আটক করে ভারতীয় সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, রাস্তা ভুল করেই ভারতে ঢুকে পড়েছে আব্দুল্লা। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে। নিয়ম অনুসারে বিষয়টি পাকিস্তানকে জানানো হয়। স্থির হয়, ২৮ জুন তাকে ফিরেয়ে দেওয়া হবে নিজের বাড়িতে।
কিন্তু, খালি হাতে তো আর ফেরানো যায় না ছোট্টো অতিথিকে। তাই নতুন জামা পড়িয়ে, মিষ্টি মুখ করিয়ে নিজের দেশে পাঠাল ভারতীয় সেনা। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আমরা বারবার মানবিকতার পরিচয় দিয়ে এসেছি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
আরও পড়ুন- কবিরের মাজারে শ্রদ্ধা জানিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু মোদীর