ওয়েব ডেস্ক: ভারতকে সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি দিল পাকিস্তান। ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যে তেলেবেগুনে চটেছে পাক সেনা ও সরকার। পশ্চিমের প্রতিবেশীর সেই রাগের প্রতিফলনই দেখা গেছে এদিনের পরমাণু যুদ্ধের হুমকিতে। উল্লেখ্য, শুক্রবার সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, ''পাকিস্তানের পরমাণু অস্ত্র আসলে ধাপ্পাবাজি। সীমান্ত পেরিয়ে হামলা চালানোর নির্দেশ এলে পিছপা হব না। ওদের কাছে থাকা পরমাণু অস্ত্র আদতে ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেনা প্রধান রাওয়াতের এই মন্তব্যের চরম প্রতিক্রিয়ায় টুইটারে পাক বিদেশমন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ বলেছেন, ''দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান। পরমাণু যুদ্ধের আমন্ত্রণ জানানো হচ্ছে। ওরা আসলে আমাদের সহনশীলতার পরীক্ষা নিতে চাইছে। জেনারেলের সন্দেহ দূর হয়ে যাবে। ইনশাল্লাহ।''   



আরও পড়ুন- বিচারপতিদের 'বিদ্রোহ' নিয়ে রাহুলকে রাজনীতি না করার আবেদন বার কাউন্সিলের


বিদেশমন্ত্রীর এই টুইটের আগেই অবশ্য মুখ খুলেছেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। তাঁর কথায়, ''ভারতীয় সেনাপ্রধানের দায়িত্বজ্ঞানহীন ও হুঁশিয়ারিমূলক মন্তব্য ভারতের অশুভ মানসিকতার পরিচয়। এই ধরনের বিষয় হালকাভাবে নেওয়া উচিত নয়। ভারত যেন ভুল করেও এমন রোমঞ্চকর অভিজ্ঞতা লাভের চেষ্টা না করে। নিজেদের প্রতিরক্ষায় সক্ষম পাকিস্তান।''