নিজস্ব প্রতিবেদন: সন্ত্রাসবাদ দমনে এবার পাকিস্তানকে সতর্ক করা নয়, সাহায্যের আশ্বাস দিল ভারত। পাকিস্তান চাইলে সেখানকার জঙ্গিদের কাবু করতে ভারত সাহায্য করতে পারে বলে বার্তা দিলেন রাজনাথ সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাস মেলায় গণধর্ষিতা নাবালিকা, ধৃত ২ নাগরদোলনা চালক


রবিবার জয়পুরে সাংবাদিকদের রাজনাথ বলেন, ‘পাক প্রধানমন্ত্রীকে বলতে চাই, আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে যদি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা যায় তাহলে পাকিস্তানে কেন নয়! পাকিস্তান যদি একা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে না পারে তাহলে ভারতের সাহায্য চাইতেই0 পারে।‘


ভারতে জঙ্গি তত্পরতার কথা বলতে গিয়ে রাজনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত চার বছরে দেশে খুব বড় কোনও জঙ্গি হামলা হয়নি। দেশে কোনও জঙ্গি হামলা হয়নি এমন কথা বলছি না। তবে গত সাড়ে চার বছরে তেমন বড় কোনও ঘটনা ঘটেনি।‘


রাজনাথের কথা উঠে এল কাশ্মীর প্রসঙ্গও। ভারত বলে আসছে কাশ্মীরে জঙ্গি হামলা বা পাকিস্তানের সীমান্তপার হামলা বন্ধ না হলে কোনও আলোচনা নয়। পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘কাশ্মীর কখনওই কোনও বিতর্কের বিষয় ছিল না। এটি বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ। তবে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান ভারতের সঙ্গে কথা বলতেই পারে।‘


আরও পড়ুন-ভোটের দিন যে দলের গাড়ি প্রথম আসবে, সব ভোট তাদের, এটাই ‘রীতি’ রাজস্থানের এই গ্রামের


উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি তত্পরতার বাড়বাড়ন্তের মধ্যেই সেখানে পুর নির্বাচন হয়েছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের মতো জায়গাতেও ভালো ফল করেছে বিজেপি। এবার সেখানে পঞ্চায়েত ভোট নেওয়া হচ্ছে। এনিয়ে রাজনাথ বলেন, সরকার জম্মু ও কাশ্মীরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আনতে পেরেছে। তবে সন্ত্রাসবাদের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে সেসবের পেছনে রয়েছে পাকিস্তানের মদত।