ওয়েব ডেস্ক:  পাক প্রধানমন্ত্রীকে পাল্টা দিল ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতকে কাশ্মীর নিয়ে নিশানা করায় শাহিদ খাকান আব্বাসিকে একপ্রকার তুলোধনা করল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীরে ভারত মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভি‌যোগ করেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীরে আন্তর্জাতির নজরদারির দাবিও তোলেন তিনি। এর পরই পাল্টা ইসলামাবাদকে নিশানা করে ভারত।


শুক্রবার রাষ্ট্রসংঘ সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের ফার্স্ট সেক্রেটারি এনাম গম্ভীর বলেন, পাকিস্তান এখন টেররিস্তান। এই দেশে এখন জঙ্গি তৈরি হয়। তাদের বিভিন্ন দেশে রপ্তানি হয়। পাক শব্দের অর্থ খাঁটি। পাকিস্তানে এখন তা সন্ত্রাসের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। দেশটা এখন খাঁটি জঙ্গি তৈরি করছে।


মুম্বই হামলায় প্রধান অভি‌যুক্ত হাফিজ সইদের কথা উল্লেখ করে গম্ভীর বলেন, সইদের মতো একজন জঙ্গিতে আশ্রয় দিচ্ছে পাকিস্তান। তাকে আগলে রেখেছে। শুধু তাই নয়, ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান। মুল্লা ওমরও পাকিস্তানেই ছিল। পাকিস্তানের প্রতিবেশীরাই জানে পাকিস্তান কী রকম দেশ।


উল্লেখ্য, পাক প্রধান মন্ত্রী শাহিদ আব্বাসি রাষ্ট্রংঘে তাঁর ভাষণে বলেন, কাশ্মীরে মানবাধিকরা লঙ্ঘন করে চলেছে ভারত। ওই বক্তব্যের পরই সবর হয়ে ওঠে ভারত।


আরও পড়ুন-বানিহাল থেকে ২ জঙ্গিকে পাকড়াও করল পুলিশ