ওয়েব ডেস্ক: পাকিস্তানের সিন্ধ প্রদেশে ক্যাবিনেটের অনেক গুরুত্বপূর্ণ মিটিং নাকি হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ হোয়টসঅ্যাপে এমন একটা গ্রুপ তৈরি করেছেন যাতে তাঁর সব মন্ত্রীরা রয়েছেন। সঙ্গে রয়েছেন কিছু পরামর্শদাতা ও গুরুত্বপূর্ণ আমলারা। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডিমিনিস্ট্রেটর হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এনক্রিপশন সত্ত্বেও ফের প্রশ্নের মুখে হোয়াটসঅ্যাপের সুরক্ষা


তিনি নির্দেশ দিয়েছেন এই গ্রুপে তাদের কার্যকলাপ ও বিভিন্ন ইস্যু নিয়ে মতামত জানাতে। হঠাত্‍ কোনও গুরুত্ব সিদ্ধান্ত নিতে হলে আর কোনও টেবিল মিটিং নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপেই হয়ে যাচ্ছে সব কথা। মুখ্যমন্ত্রীকে তাদের কাজের কথা জানাতে মন্ত্রীরা সারাদিন তাদের বিভিন্ন কার্যকলাপ, বৈঠকের কথা, ছবি পোস্ট করছেন হোয়াটসঅ্যাপে। মুখ্যমন্ত্রী ওয়াকিবহাল থাকছেন তার মন্ত্রীদের কার্যকলাপ সম্বন্ধে। একেই বলে টেকনলজির সদ্বব্যবহার।
আরও পড়ুন- এভাবেই নাকি হোয়াটসঅ্যাপের গোপনীয়তা ভাঙা যায়!