ভারতীয় জওয়ান চান্দু চহ্বানকে ফেরত পাঠিয়ে পাকিস্তানের `গুডউইল` বার্তা
ভারতীয় জওয়ান চান্দু চহ্বানকে ফেরত পাঠাল পাকিস্তান। দুদেশের মধ্যে কথোপকথন বন্ধ। তবে পাকিস্তানের এই পদক্ষেপকে `গুডউইল` হিসেবেই দেখছে ভারত।
ওয়েব ডেস্ক : ভারতীয় জওয়ান চান্দু চহ্বানকে ফেরত পাঠাল পাকিস্তান। দুদেশের মধ্যে কথোপকথন বন্ধ। তবে পাকিস্তানের এই পদক্ষেপকে 'গুডউইল' হিসেবেই দেখছে ভারত।
সার্জিক্যাল স্ট্রাইকের পরদিনই পাক সেনার হাতে গ্রেফতার হয় ভারতীয় জওয়ান চান্দু। গত ২৯ সেপ্টেম্বর ভুল করে সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন চান্দু। তখই তাঁকে গ্রেফতার করে পাক সেনা। আজ দুপুরে ওয়াঘা সীমান্তে তাঁকে তুলে দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর হাতে।
এর আগে ২৫ ডিসেম্বর, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিনের দিন ২৫০ জন ভারতীয় মত্স্যজীবীকে মুক্তি দিয়েছিল পাকিস্তান।
আরও পড়ুন, ভারতে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র