NIA জালে ULFA-র সেকন্ড ইন কম্যান্ড!
ULFA চিফ পরেশ বরুয়ার সহকর্মী গগণ হজারিকা ওরফে জয়দ্বীপ চেলেংকে গ্রেফতার করল NIA। আজ তাকে গ্রেফতরা করা হয়। তার বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে।
![NIA জালে ULFA-র সেকন্ড ইন কম্যান্ড! NIA জালে ULFA-র সেকন্ড ইন কম্যান্ড!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/20/76671-niaulfaarrest.jpg)
ওয়েব ডেস্ক : ULFA চিফ পরেশ বরুয়ার সহকর্মী গগণ হজারিকা ওরফে জয়দ্বীপ চেলেংকে গ্রেফতার করল NIA। আজ তাকে গ্রেফতরা করা হয়। তার বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে।
NIA সূত্রে খবর, ULFA(I) সংগঠনের সদস্য এই জঙ্গি নেতাকে অনেকদিন আগে অসম পুলিস গ্রেফতার করেছিল। এবার তাকে গ্রেফতার করে শিবসাগর থেকে গুয়াহাটি নিয়ে আসা হয়েছে। তারপরই তাকে নিজেদের হেফাজতে নেয় NIA।
মনে করা হচ্ছে, গগণ হজারিকাকে গ্রেফতারের ফলে এবার গোয়েন্দারা ULFA প্রধান পরেশ বরুয়া ও সংগঠনের চেয়ারম্যান মুকুল হজারিকা পর্যন্ত সহজেই পৌঁছতে পারবে।