নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণ রেখায় ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা। বুধবার জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে শহিদ হলেন এক বিএসএফ জওয়ান। আজই ছিল তাঁর জন্মদিন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সাড়ে চারটে নাগাদ ভারতীয় ছাউনি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাক সেনা। গুলিতে গুরুতর জখম হন বিএসএফ-এর হেড কনস্টেবল আরপি হাজরা, এরপর মৃত্যু হয় তাঁর। এদিনই ছিল তাঁর জন্মদিন। এই হেড কনস্টেবলের পরিবারে রয়েছে ১৮ বছরের এক ছেলে ও ২১ বছরের মেয়ে।  



আরও পড়ুন- মুম্বইকে স্তব্ধ করার পর বনধ প্রত্যাহার দলিত সংগঠনগুলির


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ৭২০টির বেশি সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তা গত ৭ বছরে সর্বাধিক। ডিসেম্বরে গোটা মাস ধরেই নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করেছে পাকিস্তান।