নিজস্ব প্রতিবেদন: কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টি খেল পাকিস্তান। রবিবার বিএসএফের কাছে জবাবি গুলিবর্ষণ বন্ধ করার কাতর অনুরোধ জানায় পাকিস্তান। আর রবিবার রাতেই ফের গোলাগুলি শুরু করল পাক রেঞ্জাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভারতের প্রত্যাঘাতের মুখে বেসামাল পাকিস্তান, হামলা বন্ধের জন্য কাকুতিমিনতি


রবিবার রাত সাড়ে দশটা নাগাদ জম্মুর রামগড় সেক্টরের নারায়ণপুরে প্রবল গোলগুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জাররা। সংবাদসংস্থার খবর অনু‌যায়ী, নিয়ন্ত্রণরেখা বরাবর বিএসএফের আউটপোস্টগুলিকে লক্ষ্য করে করে গুলি চালার পাক সেনা। পাল্টা গুলি চালায় বিএসএফও। তবে এখনও প‌র্যন্ত কোনও হতাহতের খবর নেই।


আরও পড়ুন-কর্ণাটক নয়, এবার মোদী-শাহ'র নজর তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের দিকে


উল্লেখ্য, রবিবার নিয়ন্ত্রণরেখায় ভারতের জবাবি গোলাগুলি বন্ধ করার অনুরোধ করে পাকিস্তান। এদিন বিএসএফ ১৯ সেকেন্ডের একটি থার্মাল ইমেজের ফুটেজ প্রকাশ করে। ওই ফুটেজে দেখা ‌যাচ্ছে জম্মুতে ভারতের সেনা চাউনি লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তান। পাল্টা গুলি চালায় ভারতও। টানা তিন দিন ধরে গুলি চালিয়েছে পাকিস্তান।