নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর গোটা বিশ্বে নিন্দিত পাকিস্তান। তা সত্ত্বেও শোধরাচ্ছে না ইসলামাবাদ। শনিবার নৌসেরা সেক্টরে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করে পাক রেঞ্জার্স। পাকিস্তানের গুলিতে জখম হয়েছেন এক জওয়ান। পাল্টা জবাব দিয়েছে সেনা। দুতরফেই চলছে গুলিবর্ষণ।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে নৌসেরা সেক্টরে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে শহিদ হন এক সেনা অফিসার। আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা থেকে দেড় কিলোমিটার দূরে বিস্ফোরক রেখে গিয়েছিল সন্ত্রাসবাদী। সেটি নিষ্ক্রিয় করতে যান কর্পস ইঞ্জিনিয়ার বিভাগের মেজর পদমর্যাদার অফিসার। সেটি ফেটে গিয়ে মৃত্যু হয় তাঁর। 


প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফট্যানান্ট দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, নৌসেরা সেক্টরে আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন মেজর। এখনও পর্যন্ত তাঁর নাম প্রকাশ করা হয়নি।   


আরও পড়ুন- পাকিস্তানের হয়ে ব্যাটিং করে কপিলের শোয়ে বোল্ড সিধু!


পুলওয়ামার ঘটনায় দায় নিয়েছে জইশ-এ-মহম্মদ। সংগঠনের প্রধান মাসুদ আজহারের ডেরা পাকিস্তানে। বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাদের ভূখণ্ডে থাকা সমস্ত জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করতে হবে পাকিস্তান। পাক সরকারের নিয়ন্ত্রণে বিস্তার লাভ করেছে জঙ্গি সংগঠনগুলি। জঙ্গি হামলায় তাদের কোনও হাত নেই বলে দাবি করেছে পাকিস্তান।