ওয়েব ডেস্ক: ২৮ ডিসেম্বর কোচি এবং তিরুবনন্তপুরম বিমান বন্দরের ওয়েবসাইট হ্যাক করেছিল পাকিস্তানের একটি হ্যাকার দল, নাম 'কাশ্মীর চিতা'। হ্যাক করার পর 'কাশ্মীর চিতা' নামের পাকিস্তানি হ্যাকার দল সাইটগুলোর ওপর স্ট্যাম্প মেরে লিখে দিয়েছিল 'আমরা অপ্রিরোধ্য'। তবে হ্যাক হওয়ার কথা জানতে পেরেই খুব তাড়াতাড়ি সাইবার সিকিউরিটি বিভাগের কর্মীরা ওই দুই ওয়েবসাইট পুনরুদ্ধার করে। (উল্লেখ্য এই হ্যাকার দলই এবছর AIIMS-এর ওয়েবসাইট হ্যাক করেছিল) এই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই এবার হ্যাক হল পাকিস্তানের ওয়েবসাইট। পাকিস্তানের একটি বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক হয়েছে। হ্যাক হওয়া পাক ওয়েবসাইটে যে ধরনের ছবি রয়েছে এখন, তাতে মনে করা হচ্ছে কেরলার কোনও হ্যাকার দলই 'প্রতিশোধ নিতে' এই কাণ্ড ঘটিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING