ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছাকাছি থাকা গ্রামগুলিকে লক্ষ্য করে নাগাড়ে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। ফলে প্রাণভয়ে গ্রাম ছাড়ছেন শয়ে শয়ে মানুষজন। গত ২৪ ঘণ্টায় সাম্বার বিভিন্ন গ্রাম থেকে ঘরবাড়ি ছেড়েছেন ৭২৭ জন গ্রামবাসী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সাম্বায় ভারতীয় সেনার আউটপোস্টগুলিকে লক্ষ্য করে প্রবল গুলি বর্ষণ করে পাকিস্তান। ওই  গোলাগুলিতে ৬ জন আহত হন। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশের এক মুখপাত্র বলেন, আরনিয়া, আর এস পুরা ও রামগড় সেক্টর থেকে ৭২৭ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে ‌যাওয়া হয়েছে।


পুলিশ সূত্রে জানা ‌যাচ্ছে সাম্বার জোরাফাম গ্রাম থেকে সরানো হয়েছে ৭৮ জনকে। এসপ্তাহের প্রায় রোজই ভারতীয় আউটপোস্টগুলিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ১৫টি বর্ডার আউটপোস্টকে লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও।


আরও পড়ুন-পাকিস্তান এখন ‘টেররিস্তান’, রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রীকে তুলোধনা ভারতের