নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীর থেকে ভারত সরকার ৩৭০ অনুচ্ছেদ রদের পর আন্তর্জাতিকস্তরে অভিযোগ করেও সাফল্য পায়নি পাকিস্তান। সেই হতাশায় উপত্যকায় সন্ত্রাসের আগুন ছড়িয়ে অশান্ত করার পরিকল্পনা করেছে ইসলামাবাদ। তা ফাঁস করে দিল লস্কর-এ-তৈবার সন্ত্রাসবাদী।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনার কর্পস কমান্ডার লেফট্যানান্ট জেনারেল কেজিএস ধিলোঁ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ২১ অগাস্ট পাকিস্তানের ২ নাগরিককে ধরেছিল ভারতীয় সেনা। তারা নিজেদের পরিকল্পনার কথা স্বীকার করেছে। 



ভারতীয় সেনার দেওয়া ওই ভিডিয়োয় পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার কথা স্বীকার করে নিয়েছে ওই সন্ত্রাসবাদী। সে বলছে, ''পাকিস্তানের রাওয়ালপিন্ডির জলেবিচক থেকে এসেছি। আমার গ্রামের নাম জেবাদান। লস্কর-এ-তৈবার মুজাহিদিন আমি। কাছেরবানে আমাকে ও সঙ্গী নাজিমকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।''   
  
সে আরও বলেছে, ''আমরা দুজনেই একদিনে কাজ শুরু করি। ৪-৫ বছর ধরে রয়েছি একসঙ্গে। সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করি আমরা।'' আর এক সন্ত্রাসবাদী স্বীকার করেছে, ''আমি রাওয়ালপিন্ডি থেকে এসেছি। লস্কর-এ-তৈবার সদস্য। পাকিস্তানি সরকারের সহযোগিতায় জম্মু-কাশ্মীরে হামলা চালানোর উদ্দেশ্যে অনুপ্রবেশ করেছি।''   



জম্মু-কাশ্মীরের অতিরিক্ত ডিরেকটর জেনারেল অব পুলিস মুনির খান বলেন, ''ভিডিয়োটি থেকে স্পষ্ট, গুলমার্গ ও কাশ্মীরের অন্য এলাকা দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছে।''