নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটে হিন্দুত্বের আবেগেই রাজ্যে ভাল ফল করতে মরিয়া বিজেপি। আর সেজন্য হিন্দুত্বের মুখ স্বামী অসীমানন্দকে প্রচারে আনার চেষ্টা চলছে। সে কথা ফাঁস করেছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হুগলিতে এদিন দিলীপ ঘোষ বলেন, ''আমি দীর্ঘসময় ধরে স্বামী অসীমানন্দকে চিনি। ওঁর সঙ্গে কথা বলব। বাংলায় আনার চেষ্টার করব ওনাকে। বাংলার আদিবাসীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন উনি। নানাদিক থেকে আমাদের সাহায্য করতে পারেন।'' পঞ্চায়েতের প্রচারে স্বামী অসীমানন্দকে বিজেপির হয়ে প্রচারে দেখা যেতে পারে বলেও জানিয়েছেন দিলীপবাবু। তাঁর কথায়, ''আমি ওনাকে বাংলার পরিস্থিতির কথা বলেছি। ওনাকে এখানে দরকার। বাংলায় এসে কাজ করতে রাজি হয়েছেন। পঞ্চায়েত ভোটের প্রচারে ভাষণ দেবেন উনি।''


হায়দরাবাদের মক্কা মসজিদ বিস্ফোরণে মামলায় সোমবার স্বামী অসীমানন্দ-সহ ৪ অভিযুক্তকে মুক্তি দিয়েছে বিশেষ এনআইএ আদালত। ২০০৭ সালে ১৮ মে বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন কমপক্ষে ৫৮ জন। ২০১০ সালে প্রাক্তন আরএসএস কর্মী স্বামী অসীমানন্দকে গ্রেফতার করে সিবিআই। পরে মামলাটি হাতে নেয় এনআইএ।                   


আরও পড়ুন- উন্নয়ন প্রতিশ্রুতি, দুর্নীতি অস্ত্র ভোঁতা? কর্ণাটকে মেরুকরণের পথে বিজেপি