পারিবারিক বিবাদের জেরে গুলিতে খুন পঞ্চায়েত প্রধানের স্বামী
চার জনের বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিস তদন্ত শুরু করেছে।
নিজস্ব প্রতিবেদন: পারিবারিক বিবাদের জেরে এক মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। বুধবার রাজস্থানের ধোলপুর জেলার রাজখেড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, ইতিমধ্যেই চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
ওই পঞ্চায়েত প্রধানের নাম বেবি শর্মা। তাঁর পরিবারের সঙ্গে দেবেন্দ্র শর্মা নামে জনৈক এক ব্যক্তির সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল। দেবেন্দ্র রাজখেড়ার ডক্টর কলোনির বাসিন্দা। পুলিস জানিয়েছে, ওই বিবাদের মধ্যস্থতা করার জন্যই বেবি শর্মার স্বামী সন্তোষ শর্মা সেখানে হাজির হয়েছিলেন।
আরও পড়ুন: দশম শ্রেণির পরীক্ষায় গুজরাটের ৬৩টি স্কুলের সব পড়ুয়াই ফেল
স্থানীয় সূত্রে খবর, দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। প্রথমে আলোচনা শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু আচমকাই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। শুরু হয় উত্তপ্ত বাদানুবাদ। সেই সময়ই দেবেন্দ্র শর্মার ছেলে রাঘবেন্দ্র শর্মা দেশি পিস্তল থেকে সন্তোষকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় বছর ৫০-এর সন্তোষকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: ভোট গণনায় হিংসার আশঙ্কায় সতর্কাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের
এর পরই রাঘবেন্দ্র শর্মা-সহ চার জনের বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিস তদন্ত শুরু করেছে।