জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  সনাতন ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার গোটা দেশ জুড়েই শোরগোল শুরু হয়েছে। এনিয়ে বিরোধিতায় নেমেছেন বেনুগোপাল। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলের ওই মন্তব্যের সঙ্গে সহমত নন। এনিয়ে এবার ময়দানে পরমহংস আচার্য। তিনি একেবারে স্ট্যালিনপুত্রের মাথা কাটার ডাক দিয়ে বসলেন। ঘোষণা করলেন যে ওই কাজ করতে পারবে তাকে ১০ কোটি টাকা দেবেন। শুধু তাই নয় নিজেও প্রতীকী ভাবে স্ট্যালিনপুত্র উদয়নিধির মাথা কাটলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কসবায় স্কুলের ছয় তলা থেকে পড়ে মৃত্যু ছাত্রের, মারাত্মক অভিযোগ পরিবারের


সনাতন ধর্ম সম্পর্কে কী বলেছিলেন উদয়নিধি? সম্প্রতি লেখকদের এক অনুষ্ঠানে উদয়নিধি বলেন, কিছু বিষয় রয়েছে যারা বিরোধিতা নয় তা মুছে ফেলাই প্রয়োজন। যেমন করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গি মতো রোগ। তেমনি সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম ন্যায় এর বিরোধী। আমাদের কাজ সনাতন ধর্ম মুছে ফেলা নয় তা মুছে ফেলা।



উদয়নিধির ওই মন্তব্যের পর দেশজুড়ে শোরগোল পড়ে যায়। ময়দানে নেমে পড়ে বিজেপিও। তবে উদয়নিধিও নাছোড়। তিনি বলেন, সনাতন ধর্মের বিরোধিতা করেছি। তা চালিয়েই যাব। আমার বিরুদ্ধে যে মামলা হয় হোক। সব মামলার মুখোমুখি হব। বিজেপি আসলে ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে। ডিএমকের আদর্শই হল এক ঈশ্বর।


অন্যদিকে, অযোধ্যার ধর্মগুরু আচার্য পরমহংস বলেন, সনাতন ধর্মের শিকড় কয়েক লাখ বছরের পুরনো। ২-৩ হাজার বছর আগে কয়েক'f ধর্ম পৃথিবীতে এসেছে। সনাতন ধর্মের কোনও বিনাশ নেই। যে এই ধর্মকে বিনাশ করতে চাইবে তাকেই বিনাশ করা হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)