৪টে পা, ২টি যৌনাঙ্গ নিয়ে রাজস্থানে জন্ম এক `অদ্ভুতদর্শন` শিশুর (Video)
ওয়েব ডেস্ক : কয়েকদিন আগেই মহারাষ্ট্রে নিজের ভাইকে গর্ভে নিয়ে জন্মগ্রহণ করেছিল শিশু। সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেই প্যারাসাইটিক যমজ শিশুর জীবন বাঁচিয়েছিলেন ডাক্তাররা। এবার রাজস্থানে জন্ম নিল আরও এক 'অদ্ভুতদর্শন' শিশু।
একসঙ্গে দুটি যৌনাঙ্গ ও আরও ২টি অতিরিক্ত পা নিয়ে জন্মগ্রহণ করে ওই শিশু। চিকিত্সা বিজ্ঞানে এই ঘটনাও প্যারাসাইটিক যমজেরই আরেকটি উদাহরণ। এক্ষেত্রেও সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জীবন বাঁচিয়েছেন ডাক্তাররা।
যদিও জন্মের পরই অবশ্য শিশুটিকে পরিত্যাগ করার চেষ্টায় ছিল পরিবার। খবর পেয়ে এগিয়ে আসেন এক স্থানীয় চিকিত্সক। শিশুটিকে উদ্ধার করে তাঁর হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়। ৪ জন ডাক্তারের একটি মেডিক্যাল টিম অপারেশন করে। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ওই শিশু।
আরও পড়ুন, নিজের যমজ ভাইকে গর্ভে নিয়েই জন্ম নিল শিশু!