নিজস্ব প্রতিবেদন: ২০১৭ সালে ডোকা লা-য় ভারত -চিন সংঘাত নিয়ে সংসদে কোনও আলোচনা করেনি সরকার। এনিয়ে প্রবল হইচই করেছিল বিরোধীরা। লাদাখ নিয়ে এবার তা নাও হতে পারে। সূত্রের খবর মঙ্গলবার সংসদের বাদল অধিবেশেনর দ্বিতীয় দিনে পূর্ব লাদাখে ভারত-চিন সংঘাত নিয়ে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-টাকা নিয়ে পরীক্ষায় পাস-নম্বর বাড়ানো! অভিযুক্ত অধ্যাপককে 'ছেঁটে ফেলল' শিলিগুড়ি কলেজ


গত ১৫ জুন গালওয়ানের সংঘর্ষে ২০ জওয়ান শহিদ হওয়ার পরই সরকারকে চেপে ধরে বিরোধীরা। বিশেষ করে রাহুল গান্ধী-সহ অন্যান্য কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন, ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা ঢুকেছিল কিনা তা স্পষ্ট করুক সরকার। গতকাল বিষয়টি উঠেছিল পার্লামেন্ট অ্যাডভাইসরি বিজনেস কমিটির মিটিংয়ে। এনিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, লাদাখ ইস্যুর গুরুত্ব বিচার করে এনিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।


আরও পড়ুন-রাজ্য পুলিসে রদবদল; বদলি করা হল ৪ জেলার এসপিকে,সরলেন হুগলি গ্ৰামীণের পুলিস সুপার


সংসদে বাদল অধিবেশনে একাধিক বিষয় নিয়ে কথা তোলার ব্যাপারে মুখিয়ে রয়েছে বিরোধীরা। এর মধ্যে রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন উত্তেজনা, দেশের আর্থিক মন্দা, করোনা পরিস্থিতি ও বেকারির মতো ইস্যু। এর মধ্যে লাদাখ ইস্যুই জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী অধিবেশনের প্রথম দিনেই বলেছেন, সেনার পাশে রয়েছে সরকার। চাই বিরোধীরাও থাকুক। তবে লাদাখ নিয়ে আলোচনার জন্য কোনও সময় এখনও দেওয়া হয়নি বলে খবর।