ওয়েব ডেস্ক : চিত্রনাট্য যেন তৈরিই ছিল। সংসদ বসতেই শুরু হয়ে গেল হট্টগোল। ইস্যু সেই নোট বাতিল। সঙ্গে জুড়ে গেল কিরেণ রিজিজু ঘুষকাণ্ডের অভিযোগ। কে কী বলতে চাইছেন, কিছুই বোঝার জো নেই। হট্টগোলে দুই কক্ষই বেশ কিছু সময়ের জন্য মুলতুবি হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নোট বাতিলের ধাক্কায় ক্ষতিগ্রস্তদের কৃষিঋণ মকুবের প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি তোলেন কংগ্রেসের গুলাম নবি আজাদ। সরকারপক্ষ গররাজি। নিট ফল হট্টগোলে সভাপণ্ড। লোকসভায় কাগজ হাতে সরকার, বিরোধী দুই পক্ষেরই হট্টগোলে বিরক্ত স্পিকার সভা মুলতুবি করে দেন।


আরও পড়ুন, বোমা নিষ্ক্রিয় করার সঠিক প্রক্রিয়াটি কী? দেখিয়ে দিল চেন্নাই বিমানবন্দর