ওয়েব ডেস্ক: নোট বাতিল ইস্যুতে আজও উত্তপ্ত সংসদ। শীত অধিবেশনের চতুর্থ দিনেও সংসদ অচলই রইল।বিরোধীদের তুমুল হট্টগোল সংসদের দুই কক্ষেই।  প্রধানমন্ত্রী কোথায়, এই স্লোগান তুলে লোকসভায় হই চই তোলেন বিরোধীরা। ভোটাভুটি -সহ আলোচনার  দাবিতে আজও লোকসভায় অনড় থাকে বিরোধী দল। স্পিকার দাবি না মানায় ওয়েলে নেমে হট্টগোল শুরু হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লজ্জার মুকুট উঠল কলকাতা শহরের মাথায়!


পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দিনের মতো সভা মুলতুবি করে দেন স্পিকার। একই চিত্র রাজ্যসভাতেও। দফায় দফায় সভা মুলতুবি করে দিতে বাধ্য হন ডেপুটি চেয়ারম্যান। সভা শুরু করে মধ্যাহ্ণভোজ পর্যন্ত তিন দফা মুলতুবি হয়ে যায় রাজ্যসভা।


আরও পড়ুন  নির্বাচনের আগে উত্তরপ্রদেশে অভিনব শক্তি প্রদর্শন সমাজবাদী পার্টির!