ওয়েব ডেস্ক : দেশে IAS আধিকারিক সংখ্যায় অনেকটাই কম। ফলে, সমস্যা হচ্ছে সরকারি কাজে। আজ সংসদে স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে তথ্য দিয়ে IAS নিযুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংসদ বিষায়ক স্থায়ী কমিটির বক্তব্য, গোটা দেশে ৬ হাজার ৩৯৬ জন IAS আধিকারিক থাকার কথা থাকলেও, বর্তমানে সেই সংখ্যায় অনেকটাই ফারাক রয়েছে। ১ হাজার ৪৭০ জন IAS কম রয়েছেন নির্দিষ্ট সংখ্যার তুলনায়। ফলে, আটকে রয়েছে সরকারি অনেক কাজ।


আরও পড়ুন- কাদের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী? উত্তর দিলেন খোদ মোদী!


সম্প্রতি, দেশে IAS আধিকারিক নিযুক্ত করার ক্ষেত্রে নির্দিষ্ট ট্রেনিং সেন্টারের অভাবের কারণ দেখানো হয় সরকারের তরফে। যদিও, সরকারের সেই দাবি মানতে নারাজ সংসদ বিষায়ক স্থায়ী কমিটি। তাদের, দাবি এটা কোনও কারণ হতে পারে না IAS নিযুক্তির ক্ষেত্রে।


বর্তমানে দেশে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাদেমি-তে IAS আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কিন্তু, সেখানে একসঙ্গে ১৮০ জনের বেশি ছাত্র ভর্তি নেওয়া সম্ভব নয়।