নিজস্ব প্রতিবেদন: ২০০টি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে। ১ জুন থেকে চলবে এই ট্রেনগুলি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হবে বুকিং। IRCTC  ওয়েবসাইটে বুকিং করতে পারবেন যাত্রীরা। এসি-নন এসি কোচ চালানো হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রেলযাত্রার ২ ঘণ্টা আগে অনলাইনে টিকিট কাটা যাবে। সর্বাধিক ৩০ দিন আগে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পৌঁছতে হবে স্টেশনে। ট্রেনে চড়তে দেওয়ার আগে সমস্ত যাত্রীদের স্ক্রিনিং করা হবে। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন না। টিকিট নিশ্চিত থাকলেই ট্রেনে ওঠা যাবে। 


সংক্রমণ থাকলে সম্পূর্ণ টিকিটের টাকা ফেরত পাবেন সংশ্লিষ্ট যাত্রী। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। ফোনে থাকতে হবে আরোগ্য সেতু অ্যাপ। চাদর পাবেন না যাত্রীরা। স্টেশনে খোলা থাকবে ফুড স্টল। তবে প্যাকেটজাত খাবারই সরবরাহ করা হবে।          


বলে রাখি, দিন কয়েক আগে ৩০ জুন পর্যন্ত সমস্ত ট্রেনের টিকিট বাতিল করার ঘোষণা করেছিল রেলওয়ে। টিকিটের দাম ফেরত পেয়েছিলেন যাত্রীরা। 


আরও পড়ুন- জল-যন্ত্রণার মুক্তি নেই এখনই, বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস