ওয়েব ডেস্ক: পাঠানকোট কাণ্ডের পর থেকেই চাপ বাড়ছে পাকিস্তানের ওপর। ভারত তো আছেই, চাপ বাড়িয়েছে আমেরিকাও। মোদীর ভূমিকার প্রশংসা করে মুখ খুলেছেন বারাক ওবামাও। সম্মিলিত চাপের কাছে ক্রমশই কোণঠাসা হচ্ছে পাকিস্তান। চাপ যত বাড়ছে, পাঠানকোটকাণ্ডের  তদন্তে সহযোগিতার আশ্বাসও তত জোরালো হচ্ছে। ভারতের দেওয়া নতুন তথ্যের প্রাপ্তিস্বীকার করে নিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সমস্ত তথ্য যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস মিলেছে ভারতের প্রতিবেশী দেশের রাষ্ট্রনায়কের কাছ থেকে। একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পাকিস্তান। আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করতে দলটি ভারতেও আসবে বলে জানিয়েছেন নওয়াজ শরিফ।