ওয়েব ডেস্ক: পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার পিছনে আরও জোরালো হচ্ছে পাক যোগ। প্রাথমিক তদন্তের পর NIA-র অনুমান , হামলার আগে পাক সেনাঘাঁটিতে পুরো দস্তুর মহড়া দেয় জঙ্গিরা। NIA-র আতসকাচের তলায় গুরদাসপুরের SP সালবিন্দার সিংও। আজ সালবিন্দারকে অপহরণস্থলে নিয়ে যায় NIA।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ISI এজেন্ট? জইশ-ই-মহম্মদ সদস্য?


গুরুদাসপুরের SP সালবিন্দর সিংকে ঘিরে  ঘুরপাক খাচ্ছে এমনই নানা প্রশ্ন। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার নেপথ্যে পৌছতে  NIA-এর তুরুপের তাস  এখন সালবিন্দারই। বয়ানে অসঙ্গতি মেলার পর থেকেই গুরদাসপুরের অপহৃত SPকে লাগাতার জেরা করছে তদন্তকারী সংস্থা। NIA-এর অনুমান..



আতসকাচে সালবিন্দার


সালবিন্দার সিংকে সম্ভবত হানিট্র্যাপ করে পাক গুপ্তচর সংস্থা ISI


ISI এজেন্ট হিসাবে কাজ করছিলেন সালবিন্দার সিং ?


পাক জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে সালবিন্দারের


আরও স্পষ্ট পাকযোগ


শুধু সালবিন্দার সিং নয়। পাঠানকোটের তদন্ত যত এগোচ্ছে ,ততই আরও স্পষ্ট হচ্ছে পাক যোগ। জঙ্গিদের বিভিন্ন সময়ের কথোপকথন ট্র্যাক করে তদন্তকারীরা নিশ্চিত.. পাঠানকোটে হামলার আগে পাকিস্তানের কোনও বায়ুসেনা ঘাঁটিতে পুরোদস্তুর মহড়া দেয় জঙ্গিরা।  তার আগে পাকিস্তানেই জঙ্গিদের প্রশিক্ষণ হয়। সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী পাঠানকোটে হামলা চালায় জঙ্গিরা



 প্রশ্নের মুখে শরিফ সরকার


আর ঠিক এখানেই প্রশ্ন তুলছেন কূটনৈতিকরা।



পাক সেনা ও ISI-র প্রত্যক্ষ মদত ছাড়া পাক সেনাঘাঁটিতে জঙ্গিদের মহড়া আদৌ কি সম্ভব?  মঙ্গলবার পাঠানকোটে বসেই হামলার  পিছনে পাক যোগের কথা বলেন  প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। তদন্ত যত এগোচ্ছে ততই জোরালো হচ্ছে সেই যোগ। মঙ্গলবার জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য শরিফের ওপর চাপ বাড়িয়েছেন মোদী। এবার কি আদৌ  পদক্ষেপ করবে ইসলামাবাদ?