ওয়েব ডেস্ক: দেশের ২৩টি  রেলস্টেশনে মেলে ফ্রি ওয়াইফাই পরিষেবা। আর দেশের মধ্যে যে রেলস্টেশনে সবচেয়ে ফ্রি ওয়াই ফাই ব্যবহার করা হয় তা হল বিহারের পটনায়। পটনার পরেই সবচেয়ে বেশি ওয়াই ফাইয়ের ব্যবহার হয় জয়পুর রেলস্টেশনে। বেঙ্গালুরু, দিল্লির মত টেকস্যাভি শহরের স্টেশনগুলোকেও পিছনে ফেলে দিয়েছে পটনা, জয়পুর। তবে কী, ফ্রি ওয়াই ফাই পরিষেবা ব্যবহারে প্রথম হওয়া পটনা রেলস্টেশনে পর্ন সার্চই বেশি হয়। রেল কর্তারা জানিয়েছেন, ওয়াই ফাই  ব্যবহারে দেশের মধ্যে সবার আগে থাকা পটনায় বেশিরভাগই হয় পর্ন ভিডিও দেখা বা সার্চ বা ডাউনলোডের মত কাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের রেলস্টেশনগুলোতে ফ্রি ওয়াই ফাই পরিষেবায় সবচেয়ে ব্যবহার হয় ইউ টিউব, তারপর উইকিপিডিয়া ।


আরও পড়ুন- পর্যটকদের জন্য মাউন্ট ফুজি হতে চলেছে ফ্রি ওয়াইফাই জোন


চলতি বছরের শেষে আরও ১০০টি রেলস্টেশনে ফ্রি ওয়াই ফাই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে । তিন বছরে সংখ্যাটা ৪০০তে নিয়ে যাওয়া হবে বলে রেলমন্ত্রক সূত্র খবর। প্রসঙ্গত, সবার আগে মুম্বই সেন্ট্রাল স্টেশনে ফ্রি ওয়াইফাই পরিষেবা মেলে।