নিজস্ব প্রতিবেদন: Pegasus ইস্য়ুতে সংসদে আরও চড়া সুর বিরোধীদের। মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। বহরমপুরে সাংসদের সাফ বার্তা, 'সরকারের জেদের কারণেই সংসদে আলোচনা হচ্ছে না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Prgasus ইস্য়ুতে বৃহস্পতিবার দফায় দফায় উত্তপ্ত হয়েছে সংসদের উভয় কক্ষের অধিবেশন। এই ইস্য়ুতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা। এই দাবিই করেছেন অধীর চৌধুরীও। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে দিয়ে নয়, Pegasus ইস্য়ুতে সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছে বিরোধী শিবির। অন্যদিকে বিরোধীদের পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছে সরকার পক্ষ। বিরোধীদের তোপ দেগেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেন, 'সরকার, স্পিকার এবং চেয়ারম্যান সকলে অনুরোধ করছে। আমরা ব্যক্তিগত ভাবে তাঁদের অনুরোধ করছি। তারপরেও হাউস চলতে না দেওয়ার সিদ্ধান্তে তাঁরা অনড়। এরপর ওরা যদি বলে আমরা হাউস চালাতে দিচ্ছি না, তবে তা মিথ্যে। করোনা নিয়ে রাজ্যসভায় আলোচনা হয়েছে। তবে লোকসভায় এই বিষয়ে কথা বলতে তাঁরা রাজি নয়।'


আরও পড়ুন: খুন নাকি দুর্ঘটনা! CCTV Clip Viral হতেই CBI তদন্তের অনুরোধ নেটনাগরিক ও পরিবারের


আরও পড়ুন: Mamata-Sonia-র 'চায়ে পে চর্চা', একান্ত বৈঠকে কী কথা হল দুই নেত্রীর?
 
বৃহস্পতিবার বিরোধীদের আচরণের নিন্দা করেন লোকসভার স্পিকার ওম বিড়লাও। কড়া বার্তা দিয়ে তিনি বলেন, "কিছু সদস্য বারবার সংসদবিরোধী কাজ করছেন। যদি এরপরেও তা চলতে থাকে, তবে সেই সমস্ত সদস্যদের বিরুদ্ধে আমাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।" এদিনও সংসদের গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা।