নিজস্ব প্রতিবেদন: মণিপুরে সেনা কনভয়ে উপর হামলার দায় স্বীকার। হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন মণিপুর পিপলস লিবারেশন আর্মি (People's Liberation Army of Manipur)। যৌথ ভাবে হামলা চালিয়েছে মণিপুর নাগা পিপলস ফ্রন্ট। তবে জঙ্গি সংগঠনের দাবি, তবে কনভয়ে অফিসারের পরিবার থাকবে, তা তারা জানত না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, শুক্রবার বেহাঙ্গ ফরোয়ার্ড পোস্টে গিয়েছিলেন কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী (Commanding Officer Col Viplav Tripathi)। ওই এলাকা একদম মণিপুর লাগোয়া। সূত্রের খবর, প্রথমে সেনা কনভয়ের গতিবিধি ট্র্যাক করে জঙ্গিরা। প্রথমে গাড়ির সামনে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এরপর কনভয়ের সামনের গাড়িতে হামলা করে। সেই গাড়িতে ছিলেন কিউআরটি (QRT) টিমের জওয়ানরা। বাড়িতে থাকা জওয়ানরা ঘটনাস্থলেই মারা যান। জওয়ানদের প্রাণপণ লড়াই করতে দেখে পিছনের গাড়ি থেকে নেমে আসেন কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী (Commanding Officer Col Viplav Tripathi)। তিনিও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু করেন। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেনা আধিকারিকের স্ত্রী এবং ছেলের। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেন কর্নেল বিপ্লব ত্রিপাঠী (Commanding Officer Col Viplav Tripathi)। 


এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। কর্নেল বিপ্লব ত্রিপাঠীর আত্মত্যাগ বিফলে যাবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ও। 



ঘটনার নিন্দা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)