ওয়েব ডেস্ক: কোয়েম্বাত্তুরে বিজেপি পার্টি অফিসে পেট্রোল বোমা ছোড়ায় অভিযুক্ত পুলিসের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা যাচ্ছে। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, বালু নামে থানথাই পেরিয়ার দ্রাবিদর কাঝাগম (টিডিপিকে)-র এক সমর্থক পুলিসের গ্রেফতারের আগেই আত্মসমর্পণ করে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, ভোররাতে বিজেপি পার্টি অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনা তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরের। ঘটনার সময় বিজেপি পার্টি অফিসে নেতা-কর্মীরা কেউ ছিলেন না। ফলে ক্ষয়ক্ষতির খবর নেই। গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।



সংবাদসংস্থা এএনআই-এ প্রকাশিত ভিডিওতে দেখা ‌যাচ্ছে, বিজেপি দফতরের পিছন দিক থেকে একে পেট্রোল বোমা ছোঁড়ে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে দফতরের ভিতর থেকে ছুটে আসেন এক ব্যক্তি। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতী।



সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।