টানা ৫ দিনে ধাপে ধাপে পড়ল পেট্রল-ডিজেলের দাম
গত ৭ ফেব্রুয়ারির পর থেকে ধাপে ধাপে পেট্রলের দাম লিটার পিছু ৩৭-৩৯ পয়সা কমেছে। পাশাপাশি ডিজেলের দাম কমেছে ৬০-৬৪ পয়সা
নিজস্ব প্রতিবেদন: সোমবার খানিকটা কমল পেট্রল-ডিজেলের দাম। গত ৭ ফেব্রুয়ারির পর থেকে সোমবার পর্যন্ত মোট ৫ বার কমল তেলের দাম।
কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে সোমবার পেট্রলের দাম কমল ২১-২২ পয়সা। ডিজেলের লিটারপিছু ২৮-৩০ পয়সা সস্তা হল। এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম হয় ৭৫.৭ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম হয় ৬৬.২৯ টাকা প্রতি লিটার।
আরও পড়ুন-খেলতে বেরিয়ে নিখোঁজ কুঁদঘাটের ৫ কিশোর-কিশোরী
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারির পর থেকে ধাপে ধাপে পেট্রলের দাম লিটার পিছু ৩৭-৩৯ পয়সা কমেছে। পাশাপাশি ডিজেলের দাম কমেছে ৬০-৬৪ পয়সা। আন্তর্জাতিক বাজারের অপরিশেধিত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তেলের দাম রেকর্ড ছুঁয়ে যায়। হইচই শুরু হয়ে যায় দেশজুড়ে। বাজারের সঙ্গে তাল মেলাতে গিয়ে এবছর কলকাতায় পেট্রলের দাম বাড়ে লিটারপিছু ২.৯৮ টাকা। অন্যদিকে ডিজেলের দাম বাড়ানো হয় ৩.৯৯ টাকা প্রতি লিটার।