নিজস্ব প্রতিবেদন: শুক্রবার একদফা আশির নীচে নেমে গিয়েছিল পেট্রোলের দাম। শনিবার তার ফের নামল। সামান্য হলেও জ্বালানীর দাম কমার প্রবণতায় স্বস্তি পেতেই পারেন সাধারণ মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পরিবার বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত সমর্থন না করলে বাড়ি ফিরব না, ঘোষণা তেজ প্রতাপের


শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৯.৯৮ টাকা প্রতি লিটার। ডিজেল বিক্রি হয়েছিল ৭৪.৬০ টাকায়। শনিবার পেট্রোল কমে হল ৭৯.৮১ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম হল ৭৪.৪৪ টাকা প্রতি লিটার।


অন্যদিকে, শনিবার দিল্লিতে পেট্রোলে দাম কমে হল ৭৭.৮৯ টাকা লিটার ও ডিজেলের দাম হল ৭২.৫৮ টাকা প্রতি লিটার। শুক্রবার এই দাম ছিল ৭৮.০৬ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ছিল ৭২.৭৪ টাকা প্রতি লিটার।


আরও পড়ুন-তারস্বরে মাইক, প্রতিবাদ করে পুলিসের হাতেই আক্রান্ত প্রাক্তন বিএসএফ কর্মী


চেন্নাইয়ে অবশ্য পেট্রোলের দাম থেমে থাকল আশির কোটাতেই। সেখানে শনিবার পেট্রোল বিক্রি হচ্ছে ৮০.৯০ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম ৭৬.৭২ টাকা প্রতি লিটার। মুম্বইয়েও এদিন পেট্রোল বিক্রি হল ৮৩.৪০ টাকা লিটার ও ডিজেলের দাম ৭৬.০৫ টাকা প্রতি লিটার।


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের জোগান বাড়ায় তেলের দাম বেড়েছে। ফলে তেলের দাম কমেছে বলে মনে করা হচ্ছে।