নিজস্ব প্রতিবেদন : চাকরিজীবীদের জন্য আরও একবার সুখবর। ২০১৭-র হারেই অপরিবর্তিত থাকতে চলেছে পিএফ-এর সুদের হার। ২০১৭ সালে এই হার ছিল ৮.৬৫ শতাংশ। এবারও সেই একই সুদের হার বহাল থাকবে বলেই সূত্রের খবর। তবে, ৮.৬৫ শতাংশের মধ্যে ০.১৫ শতাংশ সুদ শেয়ার বিক্রি করে তুলবে ইপিএফও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সুখবর, PF-এর সব টাকা এবার আপনি তুলতে পারবেন ৫৮ বছরের আগেই


মনে করা হচ্ছে, ২০১৭-র শেষে গুজরাট নির্বাচনে জয় ও আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই অত্যন্ত রক্ষণাত্মক পথে এগোতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। আর তাই এবারও অপরিবর্তিত রাখা হচ্ছে পিএফ-এ সুদের হার।


তবে সূত্রের খবর, নিজেদের আয় বাড়াতে ২০১৫ সালে কেনা শেয়ার বিক্রি করতে চলেছে ইপিএফও। ২০১৫ সালে ২ হাজার কোটি টাকার শেয়ার কেনে তারা। এবার সেই শেয়ারই বাজারে বিক্রি করে অতিরিক্ত ৮৫০ কোটি টাকা আয় করার চেষ্টা করা হচ্ছে। এই আয়ের ওপর নির্ভর করেই আগামী দিনে পিএফ-এর হার নতুন করে নির্ধারণ করা হবে বলে খবর।