দেশজুড়ে ভাইরাল যোগী আদিত্যনাথের একটি ছবি!
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক সিদ্ধান্ত তিনি নিয়েই চলেছেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়নি, বরং দেশজুড়ে অনেকেই প্রশংসা করেছেন। কারণ তিনি যোগী আদিত্যনাথ। এবার তাঁরই একটি ছবি দেশজুড়ে ভাইরাল হয়ে দেখা দিয়েছে।
ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক সিদ্ধান্ত তিনি নিয়েই চলেছেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়নি, বরং দেশজুড়ে অনেকেই প্রশংসা করেছেন। কারণ তিনি যোগী আদিত্যনাথ। এবার তাঁরই একটি ছবি দেশজুড়ে ভাইরাল হয়ে দেখা দিয়েছে।
আরও পড়ুন- উত্তরপ্রদেশে কৃষিঋণ মুকুবের সিদ্ধান্ত এবার ভাবাচ্ছে মহারাষ্ট্র সরকারকে!
কিন্তু কী রয়েছে সেই ছবিতে?
রাম নবমী উপলক্ষে চলছিল 'কন্যা পুজো'। সেখানেই দেখা যায় এক শিশু কন্যার পা ধুয়ে দিচ্ছেন যোগী। গতকাল সেই পুজো অনুষ্ঠিত হয়।
সেই ছবি সোশাল মিডিয়াতে ছড়াতেই বর্তমানে তা ভাইরাল। দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ সেই ছবি দেখছেন।