চলন্ত ট্রেনে ঝুলে TikTok, বেসামাল হয়ে লাইনে পড়ল কিশোর! দেখুন ভিডিয়ো
পীযূষ গোয়েল লিখেছেন, চলন্ত ট্রেনে স্টান্ট দেখানো কোনও বাহাদুরির ব্যাপার নয়
নিজস্ব প্রতিবেদন: সেলফির নেশায় প্রাণ যায়। ভিডিয়ো করার নেশাও যে কতটা প্রাণঘাতী হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
চলন্ত ট্রেনে ঝুলন্ত এক কিশোরের টিকটক ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করে সতর্ক করলেন রেলমন্ত্রী।
পড়ুন-দেওয়াল বেয়ে উঠে পৌঁছে যাচ্ছে উত্তর! মাধ্যমিকের প্রথমদিনে দেদার 'টোকাটুকি'
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি চলন্ত ট্রেনের পাদানিতে ঝুলছে এক কিশোর। ট্রেনের ভেতর থেকে সেই দৃশ্য ভিডিয়ো করছে কেউ একজন। জানালা থেকে মুখ বাড়িয়ে তা দেখছেন অন্য যাত্রীরা।
ঝুলতে ঝুলতে মাঝে মাঝে লাইনের পাশে পাথরের স্তুপে পা ছোঁয়ানোর চেষ্টা করছে। আচমকাই হাত ফসকে গেল কিশোরের। সোজা লাইনের পাশে। হাতল ধরে রাখার চেষ্টা করেও শেষপর্যন্তা পা পারল না সে। ভিডিয়ো দেখে এক মুহূর্তের জন্য মনে কবে কিশোরের মাথাটাই বোধহয় চাকার নিচে চলে গেল। কিন্তু না। শেষপর্যন্ত উঠে দাঁড়াল কিশোর।
পীযূষ গোয়েল লিখেছেন, চলন্ত ট্রেনে স্টান্ট দেখানো কোনও বাহাদুরির ব্যাপার নয়। বরং মুর্খামির পরিচয়।
ভিডিয়োটি এক ঘণ্টায় কয়েক হাজার বাদ ক্লিক হয়েছে। অনেকেই ওই কাণ্ডের কঠোর সমালোচনা করেছেন।