ওয়েব ডেস্ক: কন্ডোম, ব্রা, গর্ভনিরোধক পিল, ব্লু ফিল্মের সিডি, এসব তো আগেই পেয়েছিল পুলিস, এবার গুরমিত রাম রহিমের ডেরা থেকে তদন্তকারী অফিসাররা পেল প্লাস্টিকের মুদ্রা। এক এবং ১০ টাকার প্লাস্টিকের মুদ্রা, যা দেখলে মনে হবে বাচ্চাদের খেলনা বিশেষ। কিন্তু এই প্লাস্টিক মুদ্রাই ছিল 'ডেরা বিশ্বের' আর্থিক লেনদেনের একক। হরিয়ানার সিরসায় ডেরা সচ্চা সওদা'র হেড কোয়ার্টের ভিতরে এই প্লাস্টিক মুদ্রা দিয়েই নাকি চলত লেনদেনে। বাজার থেকে শপিং মল ডেরা আবাসিকদের কাছে এই ধরনের প্লাস্টিকের মুদ্রার ছিল বিশেষ ভ্যালু।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কমলা এবং নীল রঙের এই প্লাস্টিক মুদ্রাগুলি কেবল ডেরার নিজস্ব দোকানগুলিতেই চলত, এমনই দাবি এনডিটিভি'র। একটি প্রতিবেদনে তারা দাবি করেছে ধর্ষক 'বাবা' নাকি নিজে হাতে ভারতীয় মুদ্রার সঙ্গে অদলবদল করে দিত নিজেদের তৈরি প্লাস্টিক মুদ্রা। একই সঙ্গে এদিন ডেরার প্রধান দফতর থেকে উদ্ধার হয়েছে অনেক নগদ টাকাও। উল্লেখ্য, এক হাজার একর অঞ্চল জুড়ে তৈরি হওয়া ডেরা দফতরের ভিতরেই কেবল এই প্লাস্টিকের মুদ্রার চল ছিল। ডেরার বাইরে সেগুলো ছিল কেবলই খেলনা।