নিজস্ব প্রতিবেদন: দেশের অর্থনীতিকে টেনে তুলতে মঙ্গলবার ২০ লাখ কোটি টাকা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এনিয়ে বিস্তারিত জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক্ষেত্রে ক্ষুদ্র-মাঝারি-কুটির শিল্পের ওপরে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ছোট সংস্থায় যাঁরা চাকরি করেন তাদের জন্যও ইপিএফে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য ছোট শিল্পের ক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী।


সাংবাদিক সম্মেলনে নির্মলা বলেন


# অর্থনীতিকে টেনে তুলতে মোট ১৫টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য।


# ক্ষুদ্র-মাঝারি-কুঠির শিল্পে ১২ কোটি মানুষ জড়িত। এদের জন্যে ৩ লাখ কোটি টাকা লোন দেওয়া হবে। কোনও গ্যারান্টি লাগবে না। ৪ বছরে শোধ করতে হবে। প্রথম ১ বছর সুদ দিতে হবে না।


# লোকাল ব্রান্ডে জোর


# ধুঁকতে থাকা ছোট শিল্পের জন্য ২০,০০০ কোটি টাকা ঋণে দেওয়া হবে। এতে ২ লাখ এমএসএমই উপকৃত হবে।



# ৫০,০০০ কোটি টাকা মধ্যম ও ক্ষুদ্রে শিল্পকে দেওয়া হবে। যাতে তারা তাদের ব্যবসা বাড়াতে পারেন।


# ১০০ কোটি টাকা পর্যন্ত টার্ন ওভারে ২৫ কোটি ঋণ মিলবে।


# ২০০ কোটি টাকা পর্যন্ত টেন্ডারের ক্ষেত্রে গ্লোবাল টেন্ডার ডাকা হবে না। এতে ছোট শিল্প উপকৃত হবে। বিশেষ করে সরকারি ক্ষেত্রে।



#  ই-মার্কেটে জোর দেওয়া হবে।


ইপিএফ


# ১৫০০০ টাকার মধ্যে আয়ের ব্যক্তিরা ইপিএফ থেকে টাকা তুলতে পারবেন।


# আগামী ৩ মাস বেসরকারি চাকরিদাতাদের কর্মীদের জন্য ১২ শতাংশ ইপিএফ দিতে হবে না। দিতে হবে ১০ শতাংশ। কর্মীদের কাছ থেকেও ১০ শতাংশ নেওয়া হবে।


# শর্তসাপেক্ষে ইপিএফে আরও তিন মাস অনুদান দেবে কেন্দ্র।


আয়কর


# আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে করা হল ৩০ নভেম্বর।


# ১৮,০০০ কোটি টাকার ট্যাক্স রিফান্ড দেওয়া হবে।


# ৫ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রিফান্ড দেওয়া হয়েছে।


# ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত টিডিএস ও টিসিএস-এ হার ২৫ শতাংশ কম করা হবে।


# এর জন্য সরকারের খরচ হবে ৫০,০০০ কোটি।


অর্থমন্ত্রী এদিন আরও বলেন


# ২০ লাখ কোটি টাকা আর্থিক প্যাকেজের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এক দিশা দেখানোর চেষ্টা করেছেন। এনিয়ে নানা মহলে কথা বলা হয়েছে।


# দেশের আর্থিক বৃদ্ধি ও আত্মনির্ভর ভারতের জন্যই এই প্যাকেজ।


# ইকোনমি, টেকনোলজি, ডিমান্ড, ইনফ্রাস্ট্রাকচার, ডেমোগ্রাফি।


# ল্যান্ড, লেবার, লিকিউডিডিটি, ‘ল।


# লোকাল ব্র্যান্ডে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।


# আত্মনির্ভর ভারত মানে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া নয়।


# পরিযায়ীদের কথা ভাবলে বলতে হয়ে সরাসরি তাদের কাছে সরকারের টাকা গিয়েছে।


# গরিবদের জন্য, উজ্জ্বলা যোজনা সহ অন্যান্য যোজনার লাভ সাধারণ মানুষ পেয়েছেন এই লকডাউনের মধ্যে।


# লকডাউনের পরই গরিব কল্যান যোজনা ঘোষণা হয়েছিল।


# ২৬৯ কোটি রেশন কার্ড হোল্টারে খাবার দেওয়া হয়েছে।
# দেশের গরিব মানুষদের ওপরে লক্ষ্য রাখা হবে।


# দু মাস পরপর ৫ কিলো করে খাদ্যশস্য দেওয়া হয়েছে


# জনধন যোগজানায় খাতা ধারকদের ১০০০ টাকা করে দেওয়া হয়েছে।