নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসকে 'বেলগাড়ি' বলে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাজস্থানের জয়পুরে বিধানসভা ভোটের বিউগল বাজিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''কংগ্রেসকে বেলগাড়ি বলতে শুরু করেছেন কিছু লোক। কংগ্রেসের অনেক বাঘা নেতা ও প্রাক্তন মন্ত্রীরা জামিনে মু্ক্ত।'' এদিন সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও কংগ্রেসকে বিঁধেছেন মোদী।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতিবছরের শেষে রাজস্থানে বিধানসভার ভোট। সে রাজ্যে গোষ্ঠীকোন্দলে দীর্ণ বিজেপি। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। এদিন রাজস্থানের মন পেতে একাধিক প্রকল্পের সূচনা করেছেন নরেন্দ্র মোদী। মনে করিয়ে দেন, রাজস্থানে কী অবস্থায় দায়িত্ব নিতে হয়েছে বসুন্ধরা রাজেকে! প্রধানমন্ত্রী বলেন,''২০১৩ সালে মুখ্যমন্ত্রী হন বসুন্ধরা রাজে। তখন গোটা ব্যবস্থা ঠিকঠাক চলছিল না। উনি রাজ্যের কর্মসংস্কৃতিই বদলে দিয়েছেন।'' তিনি আরও বলেন, ''আমাদের জমানায় সরকারি প্রকল্প আটকেও থাকে না, পথও হারায় না।''



অতিসম্প্রতি প্রকাশ্যে এসেছে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও। সার্জিক্যাল স্ট্রাইকের পরে অনেকেই প্রমাণের দাবি তুলেছেন। ভিডিও মুক্তির পর আবার সেনাকে নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছে কংগ্রেস। এদিন তার জবাব দিলেন নরেন্দ্র মোদী। বললেন, ''এটা দুর্ভাগ্যজনক। সেনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পাপ করছে বিরোধীরা। আগে এমনটা কখনও হয়নি। এদের ক্ষমা করবেন না মানুষ।'' 


আরও পড়ুন- পাটলিপুত্রে লোকসভার আগে শরিকি আবদারে নাজেহাল মোদী-শাহ