এবার সহজ হতে চলেছে চারধাম যাত্রা
চারধাম যাত্রা এবার সহজ হতে চলেছে। আজ দেরাদুনে চারধাম মহামার্গ বিকাশ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ ও বদ্রিনাথকে জুড়ে দেবে অত্যাধুনিক রাস্তা।
ওয়েব ডেস্ক : চারধাম যাত্রা এবার সহজ হতে চলেছে। আজ দেরাদুনে চারধাম মহামার্গ বিকাশ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ ও বদ্রিনাথকে জুড়ে দেবে অত্যাধুনিক রাস্তা।
মোদী বলেন, ৯০০ কিলোমিটার রাস্তা তৈরিতে প্রাথমিক খরচ ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা। ২০০০ কুড়ির মধ্যে কাজ শেষ করা হবে। দুর্গম পাহাড়ি এলাকায় এই রাস্তা তৈরি হলে পর্যটক-তীর্থযাত্রীদের পক্ষে চারধাম যাত্রা অনেক সুবিধাজনক হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন, জন-ধন অ্যাকাউন্টে ১০০ কোটি! প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন এই মহিলা