CBSE এর বৈঠকে হঠাৎ হাজির Narendra Modi,শুনলেন পড়ুয়াদের উদ্বেগের কথা
মাতলেন হাসি-ঠাট্টায়
নিজস্ব প্রতিবেদন: বাতিল হয়েছে সিবিএসইর দ্বাদশের বোর্ড পরীক্ষা (CBSE 12th Exam)। পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৃহস্পতিবার বৈঠকের আয়োজন করে শিক্ষামন্ত্রক (Education Ministry)। আর সেখানেই হঠাৎ হাজির প্রধানমন্ত্রী। আচমকা হাজির হয়ে সকলকে অবাক করে দেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। পরীক্ষা বাতিলের পর উদ্বেগ দূর করতে পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন তিনি।
পরীক্ষা বাতিলের পর কীভাবে পরীক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে এখনও পড়ুয়াদের একাংশে। জানা গিয়েছে, এই বিষয়টি নিয়েও সকলের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের কাছে মার্কিং-এর পদ্ধতিও জানতে চান প্রধানমন্ত্রী। পড়ুয়াদের টিম স্পিরিটের বার্তা দেন নমো।
আরও পড়ুন: কন্ডোম ব্যবহারে অনীহা পুরুষদের তুলনায় বেশি ভারতীয় মহিলাদের: ‘কন্ডোমোলজি’ সমীক্ষা
প্রসঙ্গত, পয়লা জুন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভারেকর ও সিবিএসই-র সভাপতি মনোজ আহুজার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বিপদ ডাকছেন! রাতারাতি দইয়ের সঙ্গে খাওয়া বন্ধ করুন আম সহ এই খাবারগুলি