নিজস্ব প্রতিবেদন: লালকেল্লা থেকে নিজের বক্তব্যে স্বাধীনতার লড়াইয়ে হাজারো বীর শহিদদের স্মৃতি তপর্ণ করছেন মোদী। তখনই বাঁধে বিপত্তি। এই সময়ই স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে অসমের বলে মন্তব্য করে বসলেন নরেন্দ্র মোদী।  'মাতঙ্গিনী হাজরার পরাক্রম অসমে' বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তারপরেই বিতর্ক ওঠে মোদীর ভাষণ নিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইট করে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, ''মাতঙ্গিনী হাজরা অসমের? প্রধানমন্ত্রী কি পাগল হলেন? নিজে জানেন না। আবেগ নেই। অন্যের লিখে দেওয়া ভাষণ পড়ে নাটক করতে গেলে এই হয়। এটা বাংলার প্রতি অপমান। প্রধানমন্ত্রী ক্ষমা চান। ওঁদের পূর্ব মেদিনীপুরের গদ্দারও ক্ষমা চেয়ে বিবৃতি দিন।।'' 



লালকেল্লার ভাষণে দেশের স্বাধীনতায় শহিদদের স্মরণ করছিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী মহিলাদের স্মরণ করছিলেন তিনি। তখনই অসীম সাহসী মহিলাদের নাম বলতে গিয়ে উচ্চারিত হয় তমলুকের মাতঙ্গিনী হাজরার নাম।


কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ''ভারতের প্রধানমন্ত্রীর অজ্ঞতায় আমি বিস্মিত। ওনার তমলুক সম্পর্কে কোনও ধারণাই নেই। আসলে বিজেপি জাতীয় সংগ্রামে কোনওদিন অংশও নেয়নি। ফলে ওদের কোনও অনুভূতি নেই। এটা অত্যন্ত লজ্জাজনক।''  প্রধানমন্ত্রী মোদীর ‘বেফাঁস’ মন্তব্যকে অবশ্য ‘ছোট-খাটো ভুল’ বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)