নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার কথা ঘোষণা করল ভুটান। অতিমারি পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাহায্যকেই সম্মান জানাতে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাদাগ পেল গি খোরলো’ (Ngadag Pel gi Khorlo) দেওয়ার কথা জানাল ভুটান সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ভুটানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে ভুটানের নিঃশর্ত বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে ভুটানকে বেশকিছু বছর ধরে সাহায্য করে চলেছে ভারত। বিশেষ করে করোনা আবহে ভুটানের পাশে দাঁড়িয়েছে ভারত।’



আরও পড়ুন, Karnataka Assembly: 'ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করতে হয়', কংগ্রেস নেতার বেনজির মন্তব্যে বিতর্ক


ভুটানের পিএমও এক বিবৃতিতে জানিয়েছেন, "মাহামান্য রাজা ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান গাদাগ পেল গি খোরলো প্রাপক হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করায় আমরা আনন্দিত। বছরের পর বছর ধরে এবং বিশেষ করে মহামারী চলাকালীন মোদী তার নিঃশর্ত বন্ধুত্ব এবং সমর্থন দিয়েছেন ভুটানকে। তাঁর এই সম্মান প্রাপ্য। ভুটানের জনগণের পক্ষ থেকে অভিনন্দন।মোদীকে সবসময়ই একজন মহান,আধ্যাত্মিক মানুষ হিসাবে দেখেছি। ভুটান সম্মান উদযাপনের জন্য উন্মুখ।'' 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App