নিজস্ব প্রতিবেদন: নয়া পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে (Shehbaz Sharif) শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুভেচ্ছা বার্তায় সন্ত্রাসবাদ মুক্ত, শান্তিপূর্ণ এলাকা গঠনের পক্ষে সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নয়া পাক প্রধানমন্ত্রীকে টুইটে শুভেচ্ছা জানিয়ে মোদী (PM Narendra Modi) লেখেন, "পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে শুভেচ্ছা। ভারত সর্বদা শান্তিপূর্ণ এবং সন্ত্রাসমুক্ত এলাকার পক্ষে, যাতে আমরা উন্নয়নের কাজ চালাতে পারি এবং মানুষের কল্যান করতে পারি।"


অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। তাঁর প্রথম ভাষণে তিনি টেনে এনেছেন কাশ্মীর প্রসঙ্গ। কাশ্মীরে ৩৭০ ধারা রদের কথা বলেন তিনি। শাহবাজের মতে কাশ্মীর আজ রক্তাক্ত। তাই আন্তর্জাতিক মহলে কাশ্মীর প্রসঙ্গ তোলার আগে, সব ধরনের কৃটনৈতিক ও নীতিগত সমর্থন দেওয়ার কথা বললেন নব নির্বাচিত পাক প্রধানমন্ত্রী। 


আরও পড়ুন: Noida Gang-Raped: মাদক খাইয়ে 'গণধর্ষণ', অভিযুক্ত ৩ আইনজীবী, বিচার চেয়ে নির্যাতিতার অভিনব 'প্রতিবাদ'


আরও পড়ুন: Maulana Masood Azhar: জইশ প্রধান মাসুদ আজহারের ভাইকে জঙ্গি তকমা ভারতের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)