নিজস্ব প্রতিবেদন : ছ'সপ্তাহে দ্বিতীয়বার। ডোকা লা ইস্যুতে ভারত-চিন সীমান্তে ছাই চাপা আগুন নেভাতে উদ্যোগী দুই দেশ। তাই দু'দিনের সফরে শনিবার ফের চিনের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দর মোদী। সেখানে সাংহাই কো-অপরেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রভাবশালী এই সংস্থার পূর্ণ সদস্য হিসেবে এবারই প্রথম বৈঠকে যোগ দিতে চলেছে ভারত। তার আগে টুইটে নিজের সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কো-অপারেশনের বৈঠকের ফাঁকেই জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। আলোচনা হবে একাধিক বিষয় নিয়ে।


আরও পড়ুন- টানা তিনদিন ধরে চলবে বৃষ্টি, জারি প্রবল সতর্কতা


শনিবার ভারতীয় সময় দুপুর ১.২০মিনিটে চিনের সৈকতশহর কুইংডাও-তে পৌঁছবেন মোদী। সেখানেই শি জিনপিং-এর সঙ্গে বৈঠক হবে তাঁর। মূলত বাণিজ্য, বিনিয়োগ ও দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই বৈঠক বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।


এবারের সাংহাই কো-অপারেশনের বৈঠকে যোগ দিচ্ছে ৮টি সদস্য দেশ ও ৪টি পর্যবেক্ষক রাষ্ট্র। মূলত, বিশ্ব-সন্ত্রাসবাদ-সহ একাধিক কূটনৈতিক বিষয়ে আলোচনা হবে দু'দিনের বৈঠকে।


বর্তমানে চিন, ভারত, রাশিয়া, কাজাকস্থান, কিরঘিজস্থান, তাজিকস্থান, উজবেকিস্থান ও পাকিস্তান সাংহাই কো-অপারেশনের সদস্য।