নিজস্ব প্রতিবেদন: রাফাল নিয়ে বিতর্কের মাঝেই একই সম্মানে ভূষিত হলেন    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসী প্রেসিডেন্ট এমানুল মাকরঁ। রাষ্ট্রসঙ্ঘের কাছ থেকে 'চ্যাম্পিয়ন অব আর্থ'  পুরস্কার পেলেন তাঁরা। নীতি নেতৃত্ব শ্রেণিতে এই সম্মান পেলেন মাকরঁ ও মোদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আন্তর্জাতিক সৌর জোট নিয়ে  তদ্বির ও পরিবেশ বাঁচাতে দু'জনের ভূমিকার প্রশংসা করেছে রাষ্ট্রসঙ্ঘ। দুই নেতার উদ্যোগকে স্বাগত জানাতে পুরষ্কৃত করা হল মোদী ও মাকরঁকে।


মোদী ও মাকরঁ ছাড়া পরিবেশ বাঁচাতে উল্লেখ্যযোগ্য ভূমিকার জন্য আরও চারজনকে পুরষ্কৃত করা হয়েছে। 


রাষ্ট্রসঙ্ঘের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সৌর জোট ও  পরিবেশের সংক্রান্ত কাজকর্মে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন  ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুল মাঁকর ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  পরিবেশ নিয়ে আন্তর্জাতিক চুক্তির পক্ষে সওয়াল করেছেন মাকরঁ। ২০২২ সালের আগে ভারতে প্লাস্টিক ব্যবহার একেবারে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন  নরেন্দ্র মোদী। 



প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, নীতি নেতৃত্ব শ্রেণিতে পুরষ্কৃত করা হয়েছে নরেন্দ্র মোদীকে। একইসঙ্গে জানানো হয়েছে, অপ্রচলিত শক্তির ব্যবহারের জন্য কোচির আন্তর্জাতিক বিমানবন্দরকে চ্যাম্পিয়ন অব আর্থ পুরষ্কার দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। 



আরও পড়ুন- রাখঢাক নয়, এবার কপালে চন্দন লেপে হিন্দুত্বের পথে রাহুল, উঠল 'ব্যোম ব্যোম' ধ্বনি