লেহ-তে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ প্রকল্পের উদ্বোধন করলেন মোদী
প্রধানমন্ত্রী বলেন, জোজিলা টানেল শুধুমাত্র একটি সুড়ঙ্গই নয়, এটি হবে আধুনিক যুগের একটি বিশ্ময়
নিজস্ব প্রতিবেদন: শনিবার লেহ-তে বিশিষ্ট বৌদ্ধ লামা ১৯তম কুশোক বাকুলা রিংপোশের জন্মশতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দেশের দীর্ঘতম সুড়ঙ্গ জোজিলা টানেল প্রকল্পের সূচনা করলেন মোদী।।
জোজিলা টানেলই হবে এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী রোড টানেল। এটির দৈর্ঘ হবে ১৪ কিলোমিটার। টানেলটি যোগ করবে বালতাল ও মীনামার্গকে। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ও জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
আরও পড়ুন-মোদীর বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের নিয়ে জোটের ইঙ্গিত রাহুলের
প্রকল্পের কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘জোজিলা টানেল শুধুমাত্র একটি সুড়ঙ্গই নয়, এটি হবে আধুনিক যুগের একটি বিশ্ময়। সুড়ঙ্গের দুষিত বাতাস কুতুব মিনারের থেকে সাতগুণ উুঁচু টাওয়ারের মধ্যে দিয়ে বাইরে বের করে দেওয়া হবে। রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ২৫০০০ কোটি টাকা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর প্রভাব রাজ্যের মানুষের উপরে পড়বে।’
আরও পড়ুন-গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লালু প্রসাদ যাদব
প্রসঙ্গত, দ্বিমুখী এই টানেলটি যে কোনও আবহাওয়ায় খোলা থাকবে। কারণ যে জায়গায় টানেল সেখানে শীতকালের অধিকাংশ সময়েই বরফে ঢাকা থাকে। টানেলটি তৈরি হয়ে গেলে শ্রীনগর থেকে কারগিল ও লেহর মধ্যে সারা বাছর সহজে যাতায়াত করা যাবে। উল্লেখযোগ্য বিষয় হল এই টানেলটি জোজিলার পাহাড়ঘেরা অঞ্চলের সাতে ঘণ্টার সড়কপথের সময় কমিয়ে পনের মিনিট করে দেবে।