ওয়েব ডেস্ক : নরেন্দ্র মোদীই এই মুহূর্তে দেশের সবথেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। BJP দলটাই এখন তাঁকে সামনে রেখে একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে। উত্তরপ্রদেশে BJP বিপুল জয় পাওয়ার পর নরেন্দ্র মোদী সম্পর্কে এবার দরাজ সার্টিফিকেট কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে BJP-র বিপুল জয়ের পর একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাত্‍কারে চিদাম্বরম বলেন, ''যেভাবে এবারের নির্বাচনে নরেন্দ্র মোদী লিড নিয়েছেন তা ভাবাই যায় না।''


আরও পড়ুন- '১২৫ কোটির শক্তি আমার সঙ্গে, ২০২২-এ এক নতুন ভারতবর্ষ উপহার দেব!'


তিনি বলেন, ''২০১৪ নির্বাচনে দেশে মোদী সরকার গঠিত হয়। এরপর ২০১৬ সালে বিহার নির্বাচনে কিছুটা পায়ের নিচের মাটি সরে যায় BJP-র। কিন্তু, এবার যেভাবে তাঁর নেতৃত্বে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড দখল করল BJP, তাতে একটাই বিষয় পরিষ্কার...গোটাটাই নরেন্দ্র মোদীর কেরামতি। বিরোধীরা কেউ এর জন্য তৈরি ছিল না।''


চিদাম্বরমের কথায়, ''এই মুহূর্তে নরেন্দ্র মোদীর ব্যপ্তি দেশজুড়ে। তিনিই এখন দেশের সবথেকে প্রভাবশালী ব্যক্তি।''